মনের পাখি ঘুমিয়ে অাছে,
মনের মন্দিরে।
খাঁচার পাখি পালিয়ে গেছে,
অচিন নগরে।
অবুজ মনের সবুজ গহন,
অলীক কল্পনা।
প্রাচীন তোমার শিল্পকলা,
নতূনে দেয় ধরা।
অাকাশ ভরা তারার মেলা,
মেঘের নাই দেখা।
নৌকা খানি নদীর কূলে,
মাঝি বসে একা।
কখন তুমি অাসবে ঘাটে,
লাগবে পালে হাওয়া।
এখন জোয়ার,পিছে ভাটা,
নিত্য ছোটা ছুটি।
তুমি না - অামিই বড়,
সুখ-দুঃখের জুটি।