সেই দিনটার অপেক্ষায় থাকি,
জানি তুমি উত্তাল,উদ্দাম-
নব যৌবন তোমার সর্বাঙ্গে।
তুমিতো সচল,শৈবাল, ছুটন্ত প্রস্তর,
বাসা বাঁধবে কেমনে?
হে খরস্রোতা তটিনী, তুমিতো-
কঠোর  আলিঙ্গনে ক্ষীণ ও মৃত প্রায়!
তোমার যে অহমিকা আজ সে কোথায়?
তুমি রিক্ত, প্রকৃতি নিয়েছে,মুখ ফিরায়ে।
ভবের উন্নতির অন্তিম শিখরে-
পৌঁছাতে কয়েক ধাপ বাকি।
তার অপর্যাপ্ত বৃষ্টি, বিষাক্ত নিঃশ্বাস,
তোমাকে সর্বদা করছে কলুষিত।
তবুও আমি প্রতীক্ষায়,
সেই বিশেষ দিনটার জন্য,
তোমার দু কূল  ভর্তি যৌবনের -
জোছনায় ভাসবে অবনি।
বুক ভরা সুবাস, স্নিগ্ধ  পরশ,
বিলাবে তোমারই উষ্ণ বক্ষে।