অামাকে কেউ  যত্ন করে রোপন করেনি,
অবহেলা অযত্নে পরস্পর ঠাঁসাঠাসি লতা
গুল্ম ঝোপঝারের মধ্য থেকে আমার জন্ম।
অথচ অামাকে সহ্য করতে হয়েছে,অকথ্য
অত্যাচার।শৈশব  থেকে যৌবন, এমন কি বার্ধক্য কেউ  রেহাই  দেয়নি। শোষণ করে
নিঙড়ে নিয়েছে অামার রস। শারীরিক গঠনে
এসেছে  বিকৃতি। অামার রস দিয়ে তৈরি  হয়েছে গুড়, মিঠাই,মাদকরস। বিনিময়ে অামি
পেয়েছি  রুগ্ন শরীর।অামার পাতা শোভা পেয়েছে তোমাদের গৃহের বেড়া রূপে।মিষ্টি
খেজুর তোমাদের শরীরে জুগিয়েছে পুষ্টি।
কেউ  কেউ  অামার পাতা দিয়ে তৈরি  করেছে
সুন্দর মাদুর। অাবার শিল্পীর হাতের ছোঁয়ায়
পাতা থেকে তৈরি অপরূপ  টুপিই  শোভা পায় তোমাদের  মস্তকে।অথচ অামার পাতার অগ্র ভাগে  কাঁটা। প্রতিরোধ করতে সাহস
করিনি তোমাদের কথা ভেবে।আমার  জন্মই
নিজেকে  উজাড়  করে বিলিয়ে দেওয়ার জন্য।
অামার শরীর সে তো তোমাদের গৃহের খুঁটি- স্বরূপ  শক্ত  থাম।সদা সর্বদা তোমাদের  গৃহ
 কে ঝড় বৃষ্টি থেকে রেখেছি অটুট।জিহ্বাগ্রে
তীক্ষ্ণ কাঁটা অন্তরে মিষ্ট  রস।খেজুর  গাছ নামটি আমার চাই না হতে 'বস'।