তুমি অাসবে বলে প্রতীক্ষায়,
প্রতীক্ষার কবে হবে অবসান।
অাকাশ পানে অন্বেষনে তোমায়,
যে বর্ণ বৈচিএ মেঘপুঞ্জ শারদিয়ারূপে
ভাসবে তোমারি  বক্ষে।
নদী কূলে কাশের শোভা, দীঘি ভরা
শুভ্র শতদল এ প্রতীক্ষা কখন;
সোনালি ধানের ঢেউ অাঁকবে,
দিগন্ত থেকে দিগন্তে তোমারি বক্ষে।
ঘাসের ডগায় রূপালি শিশির বিন্দু
মুক্তার ন্যায় কহে তুমি এস,
নবরূপে ভব মাঝে,অাকুল এ মন
তোমাকে করিতে বরণ।
হিয়া মাঝে অানন্দের বহিছে ধারা।
তোমাকে বরণে অাজ, মনে সাজো
সাজে রব। বাঙ্গালীর তুমি,ঘরে ঘরে,
অাজও অানন্দের মহা দুর্গোৎসব।