আবার অাসিবে তুমি,নিঝুম এ বেলাভূমি।
ছোট ছোট ছায়া পথ,কোথা সে হারিয়ে যায়।
গহন কাননে,ঝিঝি পোকার ঝিঝি,ময়ূরের,
পেখম হয়নি মেলা,মেঘের পায়নি সে দেখা।
চাতক কাতরে ডাকে, মেঘেরা আকাশ মাঝে,
তুমি কি গিয়েছ ভ্রমে,বিন্দু বিন্দু বরষণে,তোমার
 তপ্ত তনু সে তো প্রতীক্ষায় স্নিগ্ধ হবে বরষনে।
নদী আপন মনে ধীরে ধীরে বহে চলে যায়।
তীরে বাঁধা তরী,মাঝি আপন ঘরে,বেলা বহিয়া যায়। সন্ধ্যা নেমে এল ওই।জোছনায় আবছা গৃহ খানি।তোমাকে দেখার আশায় নদী কূলে সে একাকী,এ জোছনায় ভারাকান্ত সিক্ত  নয়ন যুগল।হঠাৎ কাতরে ডাকে,হুতম পেঁচা খানি।
সম্মুখে অজানা পথ,জাপসা আঁখি দুটি। তোমাকে দেখার আশায়,প্রহর কাটিয়া যায়।
জানি তুমি শরমে লুকিয়েছো মুখ।কি দোষে
বিমুখ তুমি, তপ্ত বালুকায় তোমাকে কে করে
সিক্ত,রাত এখন বাকি, পাবো কি তোমার দেখা?
তুমি তো আপন ছিলে, কি দোষে করলে মোরে পর?তোমার ছলনা বুঝিনি, তা কি আমার দোষ! কেন নিলে মৌন ব্রত,বল না আমায় তুমি
আমি তো তোমারি মত, সে কি আমার দোষ।