বৃষ্টি ভেজায় প্রকৃতির মন
ঝড় দিয়ে যায় উঁকি,
শীত গরমে বাড়তে থাকে
অসুখ হবার ঝুঁকি।


খামখেয়ালি আবহাওয়ায়
সবাই থাকি ভয়ে,
প্রকৃতির ওই রুদ্ররূপ যে
প্রলয় ডাকে ক্ষয়ে।


সাগর জলে সুনামির ঢেউ
আসে পাড়ে ধেয়ে,
বরফের চাঁই ধসে পড়ে
পাহাড়ী পথ বেয়ে।


নিম্নচাপের ভ্রুকুটিতে
শহর-গ্রাম যে ভাসে,
কখনো হয় ভূমিকম্প
মানুষ থাকে ত্রাসে।


দাবানলের অগ্নিতে যায়
সবুজ সবই পুড়ে,
অগ্ন্যুৎপাতে লাভা বেরোয়
যেন পাতাল ফুঁড়ে।


বাড়তে থাকে উষ্ণতাতে
মেরুর বরফ গলে,
হারায় কতো শহর নগর
জলোচ্ছ্বাসের ফলে।