কিছু মানুষ জীবনে আগন্তুকের মতোই আসে।
যার আসার সম্ভাবনা কোনদিন  ছিলো না,
স্বপ্নেও হয়তো যার পদধ্বনি শোনা যায় নি।


তবু তারা আসে, অনেকটা ঠিক বসন্তের প্রারম্ভেই কালবৈশাখী ঝড়ের মত।


তাদের আগমনে কখনো সাজানো বাগান হয় তছনছ।
আবার কখনো, জন্ম নেয় নতুন সতেজ স্বপ্ন।


এরা কখনো ভালোবাসা দিয়ে মানুষকে বাঁচতে শেখায়,
আবার কখনো ভালোবাসার মোহে ডেকে আনে মৃত্যু।
সে স্বপ্নেরও হতে পারে আবার মনেরও হতে পারে।
সব ক্ষেত্রেই একটা কমন জিনিস থাকে সেটা ভালোবাসা।


এদের গ্রহণ করা যতটা সহজ,চেনা ঠিক ততটাই কঠিন।


জীবনের কোনো এক দুর্বল মুহূর্তে এরা আসে
প্রেমিক-প্রেমিকার রূপ ধরে,
আবার কখনো বন্ধুর রূপ ধরে।


আমাদের অজান্তেই জীবনের প্রতিটা ঘটনার সাথে
ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এরা।


তারপর.... তারপর ,ব্রহ্মা জানেন গোপন কম্মটি।