বিষ্ণু গোঁসাই মাস্টারমশাই
দেখা বাজারেতে,
নানান কথায় গল্প জমাই
পথে যেতে যেতে।


জিজ্ঞেস করি ছেলের কথা
কেমন আছে সে,
এমনি ভালো চিন্তা কেবল
পড়াশোনা-তে।


আপনি থাকতে চিন্তা কেনো
কোন স্কুলে পড়ে?
সেন্ট থমাস ইংলিশ মিডিয়াম
ছ'টা টিচার ঘরে।


আপনি তো স্যার বাংলা পড়ান
ছেলে ইংলিশ কেনো?
সংসার ধর্মে মিসেসই সব
তার কথাটাই মেনো।


বাংলা ভাষা বাংলা মিডিয়াম
লোকে মূর্খ বলে,
সব বাঙালির ট্র্যাডিশনে
ইংরেজিটাই চলে।


রবীন্দ্রনাথ বিদ্যাসাগর
ইতিহাসের কথা,
ভাষা শিক্ষা অহেতুক যে
বাড়ায় মাথা ব্যথা।


বাংলাটা তাই থার্ড চয়েসে
নয়তো অগ্রগণ্য,
ইংলিশটাই প্রয়োজন আজ
অগ্রগতির জন্য।


হঠাৎ দেখি শহীদ বেদী
সভা পথের পাশে,
আজ যে একুশ চোখের জলে
মাস্টারমশাই হাসে।