বানভাসি হয় গরীব মানুষ
ভাসে কুঁড়েঘর,
মনের জোরে লড়াই করে
সামলায় তারা ঝড়।


অর্ধেকবেলা খাবার জোটে
আধেক ভরে পেট,
দুমুঠো ভাত লোভ দেখিয়ে
বেগার খাটায় শেঠ।


ইতর বলে সভ্য সমাজ
করে তাদের দূর,
রাজনীতিতে তারাই পাশা
নেতা চড়ায় সুর।


তারাই গড়ে অট্টালিকা
তারাই গড়ে পথ,
তবু তাদের হতাশ জীবন
অচল ভাগ্যরথ।


প্রভুর এ এক আজব খেলা
বোঝা ভারি দায়,
যারা বানায় সুখের চাবি
দুঃখ তারাই পায়।