আমার স্বাধীনতা ভূমিষ্ঠ সন্তান
প্রাণখোলা মুখের হাসি,
প্রভাত আলোয় বাগান ভরা
সহস্র গোলাপের রাশি।


আমার স্বাধীনতা বিস্তৃত নীল
মুক্ত মেঘের খেলা,
পাখির মতো সীমাহীন আকাশে
সাজানো স্বপ্নের মেলা।


আমার স্বাধীনতা মাঠে ময়দানে
ছোট্ট ছেলের মুক্ত দৌড়,
মেঘ বালিকার ছন্দ তালে
নৃত্যরত স্বপ্ন ময়ূর।


আমার স্বাধীনতা শ্রমিক মজুর
ন্যায্য কাজে ন্যায্য বেতন,
বিপ্লবীর রক্তে লাল হয় ওঠা
বলিদানের বিজয় কেতন।


আমার স্বাধীনতা জাতিভেদ ভুলে
একতার সুরে মিলন গান,
হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রীষ্টান
একই সুতোয় গাঁথা প্রাণ।


আমার স্বাধীনতা দেশবাসির
সবকিছুতে সমান অধিকার,
শিক্ষা স্বাস্থ্য চাকরি ব্যবসা বিনোদন
সবারই সমান দরকার।


আমার স্বাধীনতা বৈশাখী ঝড়
দেশের শত্রুর খুনে রাঙা,
মিথ্যে ছলনার কপাট যত
সগর্বে সাহসিকতায় ভাঙা।