মনের কোণে একটা অসুখ দানা বেঁধেছে।
ঘুমের সময় ঘুম আসেনা অথচ সারাটা দিন ঘুম পায়।
সারাটা দিন কিছু একটা খুঁজে বেড়াই,
কিন্তু কি খুঁজি নিজেও জানিনা।
সব সময় অনুভব করি কেউ ডাকছে... দুহাত প্রসারিত করে আমায় ডাকছে।
কিন্তু তা অনুভবেই সীমাবদ্ধ।
দিনের আলো নিঃশব্দে আমার চোখ ঝলসে দেয়।
রাতের আঁধার ভয় ধরায়,
শিরদাঁড়া দিয়ে নামতে থাকে হাড় হিম করা রক্তস্রোত।
বহু ডাক্তার দেখিয়েছি,একের পর এক বহু পরীক্ষা করেছি
কিন্তু অসুখ ধরতে পারেনি কেউই।
কারণ সবাই শরীরের অসুখ খোঁজে,
মনের অসুখ থেকে যায় দুর্বোধ্য।