খাঁচায় বন্দী পাখি বলে
সুন্দর জগৎ তার,
মুক্ত পাখি তাকিয়ে দেখে
রুদ্ধ খাঁচার দ্বার।


খাঁচার পাখি সকাল বিকাল
রাজার খাবার পায়,
মুক্ত পাখির চিন্তা অনেক
এদিক ওদিক ধায়।


ধাতুর খাঁচায় পাখি ভাবে
আছে সে তো বেশ,
ঝড় বৃষ্টি মুক্ত পাখির
দুর্ভোগ যে অশেষ।


বন্দী পাখি জানে না হায়
এই জগতের রূপ,
যখন তখন ডাকলে পরে
প্রভু করায় চুপ।


মেঘের সাথে আসর জমায়
মুক্ত পাখির প্রাণ,
সাগর নদী ঝর্ণার সাথে
গায় সে খুশির গান।


রোদের আলো গায়ে মাখে
বৃষ্টি ভেজায় মন,
স্নিগ্ধ হাওয়ায় প্রেমের পরশ
মুক্তি সর্বক্ষণ।