গাছগাছালি দেয় যে ছায়া
জুড়ায় তাতে প্রাণ,
গাছের শাখায় বসেই পাখি
শোনায় মিষ্টি গান।


মুক্ত বাতাস সবুজ পাতায়
যায় যে দিয়ে দোল,
গুনগুনিয়ে ফুলের ভ্রমর
শোনায় মধুর বোল।


প্রাণের বায়ু খাদ্য বস্ত্র
সবই করে দান,
জীবনদায়ী ওষুধ দিয়ে
ফেরায় রোগীর প্রাণ।


মৃত্যুর পরও হয় না যে তার
দানের কোনো শেষ,
কাঠের তৈরি আসবাবপত্র
শোভা বাড়ায় বেশ।


আমরা তবু তাকেই মেরে
সুখে থাকতে চাই,
নির্বোধ মোরা ডাকি রোজই
নিজের বিপদ ভাই।