একটা গল্প লিখেছি।
সেই গল্পে দুঃখ নেই,সুখ নেই।
কোনো রহস্য নেই,কোনো বার্তা নেই।
শিক্ষা নেই, হাসি নেই,উৎসব নেই।
মেঘ নেই,তাই বৃষ্টিও নেই।
সেই গল্পে কোনোদিন সূর্য ওঠেনা।
রাতের আঁধার ভয় দেখাতে ভুলে গেছে অনেক আগেই।
গল্পটা না বিজ্ঞানের,না ভূগোলের,না ইতিহাসের।
লাভ ক্ষতির হিসাব কষা ভুলেছে গল্পের প্রতিটা অধ্যায়।
কারণ সেই গল্পের নায়ক বর্ডারে নিহত কফিন বন্দী লাশ,
সেই গল্পের নায়িকা তার পাশের কফিনে বন্দী শোকাহত।
যাদের হৃদয় আছে স্পন্দন নেই।
যাদের মস্তিষ্ক আছে, স্নায়ু আছে কিন্তু তারা সকলেই কর্মক্ষমতা হারিয়েছে।
যাদের মধ্যে প্রেম আছে, থাকবে কিন্তু অনুভূতি কোনোদিন ভাষা পাবে না,বিদ্রোহের আগুন জ্বলবে না।
আসলে আমার গল্পটা শেষ থেকে শুরু।
আমার গল্পের ভিলেন
আপনার আমার সকলেরই চেনা,
কিন্তু ধরা ছোঁয়ার বাইরে,
তিনি অর্থের সিংহাসনে বসে রাজনৈতিক উল্লাসে মত্ত।