মাঠেই কাটে মোদের জীবন
সকাল থেকে সন্ধ্যে,
প্রাণটা যে রোজ ভরে ওঠে
চষা মাটির গন্ধে।


রোদে পুড়ে বৃষ্টি ভিজে
আমরা খাটি মাঠে,
বন্যা খরার সময় এলে
চিন্তাতে দিন কাটে।


সবার অন্ন জোগাই মোরা
দেশের দশের গর্ব,
চাষা বললে মোদের সম্মান
হয় না কভু খর্ব।


ঝাড়াই মাড়াই ফসল তোলা
চিন্তা ভরা প্রাণে,
ফললে ফসল মনটা মোদের
ভরে খুশির গানে।


ঘরে মোদের অভাব তবু
আনন্দেতেই থাকি,
মাটির বুকে আমরাই যে
সবুজ আগলে রাখি।