হঠাৎ যদি চেয়ে দেখো
পৌঁছে গেছো এমন দেশে,
স্নিগ্ধ নদীর শীতল ধারা
দিগন্ততে যেথায় মেশে।
সবুজ শ্যামল পৃথিবীর কোল
বলছে সেথায় হাসি মুখে,
প্রান বায়ুতে নেই যে দূষণ
থাকো হেথায় মনের সুখে।
পাহাড়গুলো ডাকছে তোমায়
দেখতে ছুঁয়ে আকাশটাকে,
ঝর্ণাধারা আপন মনে
গাইছে যে গান পথের বাঁকে।
উড়ছে হাজার প্রজাপতি
ফুলের রেণু গায়ে মেখে,
মেঘের ভেলা করছে খেলা
হাসছে তারা তোমায় দেখে।
চন্দ্র সূর্য দু'জনাতেই
চাইছে তোমায় কাছে পেতে,
ইচ্ছে তোমার করবে কি আর
তাদের ছেড়ে ফিরে যেতে?