ঝড়ো হাওয়া...আসছে  ধেয়ে
পশ্চিমের ওই.....পথটি বেয়ে
লাগছে ভারী ভয়,
আঁধার বুঝি..... ধরলো ঘিরে
জানলা দরজা.... বন্ধ নীড়ে
হবে ভীষণ ক্ষয়।


নিম্নচাপের........... কুটিল দৃষ্টি
অঝোর ধারায়..... ঝরছে বৃষ্টি
ভাসবে সবই আজ,
বন্ধ ঘরে............... ত্রস্ত সবাই
ঝড় যেন আজ...করছে জবাই
বন্ধ সকল কাজ।


গাছের পাতা......... যাচ্ছে উড়ে
দূর থেকে দূর....... অনেক দূরে
ভাঙছে গাছের ডাল,
নেই যে ভরসা.....মনেতে আজ
থেকে থেকে....... পড়ে যে বাজ
বড়ই নাজেহাল।


গরিব-দুঃখী........... পথের পরে
পায়না আশ্রয়........ কারো ঘরে
দুঃখ তারা সয়,
তাদের যারা............ থাকে পাশে
মানব রূপে............ ভালোবাসে
পায় যে তারা জয়।