পাঁচ পাঁচটা বছর পেরিয়ে গেছে
নদীর জল বইতে বইতে ক্লান্ত,সে আজ গতিহীন।
শকুনের প্রলুব্ধ দৃষ্টি থেকে বাঁচার জন্য ক্রমাগত যুদ্ধ করতে থাকা-আহত হরিণটা
নিজেকে সমর্পণ করে দিয়েছে সেই শকুনের হাতেই।
যে জমি ফুলের বাগানের জন্য বরাদ্দ ছিল, সেই জমিতে স্তূপীকৃত হয়েছে শহরের আবর্জনা,
যে অঙ্কের হিসাব খুব সহজে মিলে যাওয়ার কথা ছিলো,
সেই অঙ্ক প্যাঁচ খেতে খেতে পাঁচটা বছর পেরিয়ে ফিরেছে নিজের অবস্থানে,থেকে গেছে অমীমাংসিত।
কারণ একটাই- কেউ কথা দিয়েও কথা রাখেনি।