খাঁচার মধ্যে বন্দী পাখি
মুক্তি সদাই চায়,
আমিও যে বন্দী ঘরে
কেউ বোঝে না হায়।


স্কুলে যাওয়া বন্ধ এখন
বন্ধ কোচিং ক্লাস,
মোবাইলটাই সঙ্গী আমার
বাঁচার একটু আশ।


সেটাকেও যে কেড়ে নিয়ে
করো তোমরা রাগ,
যখন তখন খুটুর খুটুর
আমি চাইলেই ভাগ।


তোমরাই তবে বলো আমি
করবো এখন কি?
কেমন করে কাটবে বলো
এই একঘেয়ে'মি।


দাওনা এবার স্কুলটা খুলে
প্রাণ যে মুক্তি চায়,
বাবাও রোজ দিব্যি দেখি
নিজের কাজে যায়।


তুমিও মা বিকেল বেলা
গল্প করো রোজ,
তোমরা কেন রাখো না কেউ
আমার মনের খোঁজ?