প্রেম কি অতই সহজ,চাইলেই তাকে পাওয়া যাবে?
প্রেমকে বুঝতে হলে, জানতে হলে
পাওয়া না পাওয়ার হিসেব ভুলে
নিজেকে করে তুলতে হয় প্রিয মানুষটার মতো।
তার সুখ দুঃখ ভালোলাগা,খারাপ লাগা প্রত্যেকটা পদক্ষেপ নিখুঁত ভাবে জানতে হয়।
চারপাশটাকে তার চোখে তার মতো করেই দেখতে হয়, জানতে হয়,ভাবতে হয়।


প্রেম মানে শুধু কাছে আসা নয়,
প্রেম মানে কেবল আবদার নয়,
প্রেম মানে কোনো সিনেমার চলচ্চিত্র নয়,
প্রেম মানে কোনো প্রদর্শনীও নয়।
প্রেম হলো একটাই ক্যানভাসে আঁকা একটা সুন্দর ছবি।
যে ছবিতে দুটো চরিত্র সাত রঙে নিজেদের সাজিয়ে তুলতে ব্যস্ত।
যেখানে দুটো হৃদস্পন্দন পরস্পরকে আলিঙ্গন করে একই কম্পাকে কম্পমান।
যেখানে বিরাজ করে পরস্পরের প্রতি আস্থা,বিশ্বাস,,সম্মান,ভালোবাসা।
প্রেম অনেকটা রোদ, ঝড়,বৃষ্টি সহ্য করে চকচকে হয়ে ওঠা,
খাঁটি সোনার মতো।


যখন দুটো মানুষ রূপ,অর্থ,যশ, খ্যাতি এইসব রিপুরর বাঁধন ভুলে
একই সমান্তরাল পথের যাত্রী হয়ে ওঠে,
তখনই প্রেম পূর্ণতা পায়।
প্রেম কখনো জোর করে হয় না,
প্রেমের কোনো নির্দিষ্ট সংজ্ঞা বা সূত্রও নেই।
প্রতিটা প্রেম শুরু থেকে শেষ নিজের স্বকীয়তা নিজের মতো করে বজায় রাখে।
তাই প্রেমকে প্রেমের মতো করেই সাজিয়ে তুলতে হয় অতি যত্নে,বুকভরা আদরে।