তুমি আমি হেঁটেছিলাম অনেকটা পথ,
সে পথ সহজ ছিলো ভীষণ, আঁকা বাঁকা হয়নি তখন,
আমি ছিলাম তোমার মতন, আর তুমি ছিলে আমার মতন।
আমাদের লক্ষ্য ছিল উত্তরের ধ্রুবতারার মতন।
বৃষ্টি এলে এক ছুটেতে ভিজতে যেতাম যখন তখন।
রূপকথার এক রাজ্য ছিলো, বড়োই আপন
তুমি ছিলে আমার মতন,আমি ছিলাম ঠিক তোমারই মতন।


আমাদের এক চিলতে রোদ্দুর ছিলো,
পাণ্ডুলিপির ছেঁড়া পাতায় পাতায় চলতো হাজার কবিতা যাপন,
দুচোখ ভরা স্বপ্ন ছিলো,একটা ছোটো গল্প ছিলো,
তুমি ছিলে আমার মতন,আর আমি ছিলাম ঠিক তোমারই মতন।


পথের ধারে ঘুগনি ছিলো, ফাউ ফুচকার লড়াই ছিলো
বুক পকেটে অভাব ছিলো,প্রেমে পড়ার স্বভাব ছিলো,
গ্যাস বেলুনের ফানুস ছিলো,একটা মনের মানুষ ছিলো,
ফুটপাতের রোল,চাউমিন ছিলো,দেখা করার বাহানা ছিলো
পুজোয় প্যান্ডেল হোপিং ছিলো, অষ্টমীতে শাড়ি পাঞ্জাবি ম্যাচিং ছিলো,
কথায় কথায় লড়াই ছিলো,মান অভিমান হিসেব করা  কঠিন ছিলো,
তোমার একটা আমি ছিলো, আমার একটা তুমি ছিলো।
তখন তুমি ছিলে ঠিক আমার মতন,আর আমি ছিলাম ঠিক তোমারই মতন।


এখন সবই পাল্টে গেছে,কিছুই নেই আর আগের মতন,
পথে অনেক বাঁক এসেছে, দিশা পাওয়া জটিল এখন,
লক্ষ্যটাও তো বদলে গেছে ,বদলে গেছে সবাই যখন,
এখন সবই পাল্টে গেছে, কিছুই নেই আর আগের মতন।
চোখের কোনে অসুখ এখন,জল ঝরাচ্ছে যখন তখন,
মনও আজ বুঝতে শিখেছে,সবই কেবল মায়ার বাঁধন,
এই জগতে কেউ কারও নয়,থাকেনা কেউ চির আপন।
সবই কেবল ক্ষণিক কালের মায়ার বাঁধন,
এই জগতে কেউ কারও নয়,থাকেনা কেউ চির আপন,সবই কেবল মায়ার বাঁধন।