এলোমেলো দমকা হাওয়া
ভাঙাচোরা মনের ঘর,
শহর জুড়ে নিম্নচাপে
পুড়ছে শরীর দারুন জ্বর।


পুড়ছে পুড়ুক কার কি তাতে
নিকোটিনে অগাধ প্রেম,
চোখের পাতায় বৃষ্টি অঝোর
শিরায় শিরায় জমাট হেম।


কালো মেঘের নিপুণ চালে
চাঁদের আলোর নির্বাসন,
উড়ো স্মৃতির প্রতি পাতায়
স্বপ্ন ভাঙার প্রহসন।


ক্লান্ত তবু শান্ত ভীষন
আঘাত সওয়া পাথর বুক,
না পাওয়াতেই খুশি সে আজ
বিষের জ্বালায় পরম সুখ।