তুমি চাইলে--------হবো আমি বৈশাখী ঝড়
তপ্ত গ্রীষ্ম দুপুরে,
তুমি চাইলে------হবো আমি রিনিঝিনি শব্দ
তোমার বৃষ্টি নূপুরে।


তুমি ভালোবাসলে-----হবো শরতের সাদা মেঘ
অসীম নীলের মাঝে,
তুমি ভালোবাসলে ------ হবো উজ্জ্বল নক্ষত্র
রাতের আকাশ সাজে।


তুমি আপন করলে----হবো একগুচ্ছ গোলাপ
শুধু তোমার জন্যে,
তুমি আপন করলে------হবো ফুলের ভ্রমর
ওগো রাজকন্যে।


তুমি আদর করলে-----হবো মিষ্টি হিমের চাদর
সবুজ ঘাসের বুকে,
তুমি আদর করলে---- হবো রাশি রাশি ঢেউ
উত্তাল সাগরের সুখে।


তুমি দূরে সরালে------- হবো শীতের ঝরাপাতা
পায়ের মর্মর শব্দে,
তুমি দূরে সরালে---- হারাবো গোধূলি আকাশে
অজান্তে নিঃশব্দে।


তুমি ভুলে গেলে ----------হবো আমি রঙ হারা
বসন্তের রঙিন মেলাতে,
তুমি ভুলে গেলে----হবো দিনপঞ্জীর শেষ পাতা
বছর শেষের বেলাতে।