আঁধার বড়ই নির্জন নিষ্প্রাণ
ভারাক্রান্ত আকাশ,
নিঃসঙ্গ দিন নেশায় রঙিন
ক্রন্দনরত বাতাস।


সুসজ্জিত নগর জুড়ে
পাচ্ছে না কেউ গন্ধ,
চতুর্দিকে মৃত্যুরই ত্রাস
খিড়কি কপাট বন্ধ।


আঁস্তাকুড়ে উচ্ছিষ্টহীন
তবু ভিড়ে ঠাসা,
মনুষ্যত্বের সর্বাঙ্গে আজ
উই বেঁধেছে বাসা।


পিপাসিত নিশাচর দল
টহল দিচ্ছে রাতে,
মুখোশ মুখোশ চলছে যুদ্ধ
ঢাল তলোয়ার হাতে।


অমর হওয়া উদ্দেশ্য তাই
সাগর মন্থন চলছে,
নীলকণ্ঠহীন শহর আমার
বিষের জ্বালায় জ্বলছে।