যত্নে গড়া স্বপ্নে ভরা
কাগজ নৌকাখানি,
যাচ্ছে ভেসে অচিন দেশে
অদৃশ্য দাঁড় টানি।


বৃষ্টি ফোঁটা দুচার ফোঁটা
পড়ছে তাতে ঝরে,
সাবধানী সে যাচ্ছে ভেসে
স্রোতের রেখা ধরে।


অঝোর শ্রাবণ তুচ্ছ বাঁধন
নেই কোন যে মানা,
কোথায় যাবে কি যে পাবে
নেইকো কিছুই জানা।


তবুও ভাসে এই বিশ্বাসে
একদিন পাবে লক্ষ্য,
ঝাপটা সয়ে উঠবে হয়ে
এই জগতে দক্ষ।