প্রিয় ঠাকুর রবিঠাকুর
থাকেন হৃদয় জুড়ে,
সূর্য সম দীপ্ত আলোয়
বাজান বাঁশি সুরে।


তাঁর কবিতা ছড়ার ছন্দ
হর্ষ জাগায় প্রাণে,
নতুন করে শিখি মোরা
ছোট গল্পের মানে।


চিত্রগুলো জীবন্ত হয়
উপন্যাসের মাঝে,
আজও কতো প্রেমের গল্প
রবি কথায় সাজে।


সপ্ত রঙের রং ধনু হয়
তাঁরই গানে আঁকা,
বিশ্ব ভুবন রবি ছাড়া
লাগে ভীষণ ফাঁকা।


শ্রাবণ যে হয় বিষাদ ঘন
স্বজল অশ্রু ধারায়,
তাঁর চরণে প্রতি বাইশ
নীরব প্রণাম জানায়।