ভিড় জমেছে রথ তলাতে
রথের মেলা আজ,
রথের দড়ি টানতে সবাই
যাচ্ছে ফেলে কাজ।


বাচ্চা বুড়ো ছোকরা জোয়ান
যায় না কেউই বাদ,
চারিদিকে উঠছে ধ্বনি
জয় হে জগন্নাথ।


ভিড়ের মাঝে ক্ষণে ক্ষণে
চলছে হরিলুট,
ছোট্ট খুকি কাঁদছে একা
হয়েছে দল ছুট।


বন-বনিয়ে ঘুরছে দোলা
করছে ক্যাচর ক্যাঁচ,
গরম কড়াই ফুটন্ত তেল
জিলাপিতে প্যাঁচ।


ঘুগনি পাঁপড় বাদাম ভাজা
আসছে জিভে জল,
বাবার কোলে খোকন সোনা
বায়না করে বল।


হরেক মালের দোকানেতে
উপচে পড়া ভিড়,
কাচের চুড়ি খেলনা বাটি
আছে ধনুক তীর।


গরীব ধনী নেই ভেদাভেদ
সবাই যে আজ এক,
রথের ঠাকুর বলছে হেসে
কেমন মজা দেখ।