মায়ের রূপে করছো পূজা
লাল রঙের ওই জবা দিয়ে,
পথে প্রান্তে মরছে মা এক
লাঞ্ছনা আর দুঃখ নিয়ে।


শক্তি রূপে ডাকছো যাকে
আরাধনায় হচ্ছ রত,
রাখছো কি আর খবর কিছু
বৃদ্ধা মায়ের দুঃখ কত?


ধুপ ধুনো আর জ্বলছে বাতি
ভরছে থালা নানান ফলে,
মায়ের চোখ আজ তবু কেন
ভাসে বলো চোখের জলে?


মাটির মূর্তি উঠছে সেজে
হাজার ভরি গয়না পরে,
রক্তমাংসের মায়ের কষ্ট
দেখে তবু যাচ্ছ সরে?


বৃদ্ধাবাসের কারাগারে
করছো যাকে বন্দী তুমি,
তার চরণেই মোক্ষ তোমার
সেই চরণই নাও হে চুমি।