আমার শৈশব সরকারি স্কুল
ধুলোমাখা মাঠ-ঘাট,
তোমার শৈশব প্রাইভেট স্কুল
বন্দী দেওয়ালে পাঠ।


আমার শৈশব নিয়ম বিহীন
রঙিন ঘুড়ির মেলা,
তোমার শৈশব শৃঙ্খলে রুদ্ধ
এক্সপেক্টেশনের ঠ্যালা।


আমার শৈশব ছুটি পেলেই
বেড়ায় মাঠে ঘুরে,
তোমার শৈশব খেলে বেড়ায়
সারা ল্যাপটপ জুড়ে।


আমার শৈশব হেঁটে কিংবা
সাইকেলে যায় স্কুলে,
তোমার শৈশব দামী গাড়িতে
চলে হেলে-দুলে।


আমার শৈশব বন্ধুর টিফিনে
করে কাড়াকাড়ি,
তোমার শৈশব স্ট্যাটাস মেলায়
না হলে যে আড়ি।


আমার শৈশব সরকারি বই
মিড মিলের রান্না,
তোমার শৈশব চিপস্ চাউমিন
নাহলে শুরু কান্না।


আমার শৈশব সস্তার খাতা
সস্তার স্লেট-পেনসিল,
তোমার শৈশব সোনাতে বাঁধানো
অল্পেই সব গড়মিল।


আমার শৈশব ভোলা-ভালা
দেশের প্রতি টান,
তোমার শৈশব ছোটো থেকেই
বিদেশ অন্তপ্রাণ।


আমার শৈশব বাবা মায়ের
প্রতি কর্তব্য জ্ঞান,
তোমার শৈশব স্বজন ভুলে
ক্যারিয়ারের প্রতি ধ্যান।


আমার শৈশব গুরুজনদের
ভালোবাসার শিক্ষা,
তোমার শৈশব সবার আগে
স্বার্থপরতার দীক্ষা।


আমার শৈশব ভাই-বোন-দাদা-দিদি
সবাই আপনজন,
তোমার শৈশব নিজের জন্যই
করো চিন্তা সর্বক্ষণ।