শিক্ষক তুমি
পিতা মাতার সমান,ভালোবাসার আর এক নাম,
তোমার কাছে সকল শিক্ষার্থী নিজ সন্তানেরই সমান।


শিক্ষক তুমি
সঠিক পথের মার্গ দর্শক, উজ্জ্বল ধ্রুবতারা
তোমায় ছাড়া পথগুলো সব অচেনা,অন্ধকারে ঘেরা।


শিক্ষক তুমি
নবজাগরণ,সমাজ গঠনের মহান কারিগর।
অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলা ভীষন অশান্ত অবিনাশী এক ঝড়।


শিক্ষক তুমি
জাতির মানদন্ড,প্রতিটি দেশের গৌরব,
কাননে কাননে প্রস্ফুটিত নব কুসুমের সৌরভ।


শিক্ষক তুমি
মহান কারিগর,হৃদয়ভরা সৃষ্টি সুখের উল্লাস,
তোমার মাঝেই এক এবং অদ্বিতীয় আরাধ্য দেবতার বাস।


শিক্ষক তুমি
তপ্ত খরায়, রিনিঝিনি বৃষ্টির অঝোর ধারা, হৃদয় ভরা প্রেম,
নিমেষেই দূর করে দাও  শিক্ষার্থীর সব প্রবলেম।


শিক্ষক তুমি
নীলকন্ঠ, আত্ম ভুলে ধারণ করো বিষ,
শিক্ষা,শিক্ষার্থী,দেশ ও দশের উন্নয়নে তোমার চিন্তা অহর্নিশ।


শিক্ষক তুমি
যুগের পর যুগ তুমি কান্ডারী, মুছে দাও অশিক্ষা,অক্ষরজ্ঞান হীনতার ক্লেশ।



শিক্ষক তুমি,
স্বাধীনচেতা, বিপ্লবীর রক্তে রাঙানো বিপ্লব,
নতুন প্রভাতের ডাকে ভৈরবী সুর, মুক্ত পাখির কলরব।


শিক্ষক তুমি,
মোমবাতির শিখা,শেষের আগে হওনা নিঃশেষ,
যুগের পর যুগ তুমি কান্ডারী, মুছে দাও অশিক্ষা,অক্ষরজ্ঞান হীনতার ক্লেশ।