হিমের পরশ গায়ে মেখে
অঘ্রান মাস ওই আসে,
ঘাসের আগায় শিশির কণা
প্রভাত আলোয় হাসে।


মন যে ভোলে মাঠে মাঠে
পাকা ধানের সাজে,
চাষীর ঘরে খুশির গানে
নবান্নের সুর বাজে।


লক্ষী মাকে আনে ঘরে
সবাই বরণ করে,
খেজুর গাছের মিষ্টি রসে
হাঁড়ি ওঠে ভরে।


কুসুম বাগে নতুন কুঁড়ি
ভ্রমর আসে ছুটে,
নানা রঙের প্রজাপতি
পড়ে সেথায় লুটে।


দূরের দেশের পরিযায়ী
সদলবলে আসে,
পুকুর ঘাটে দীঘির পাড়ে
তাদের ধ্বনি ভাসে।