পাশাপাশি হাঁটতে হাঁটতে বিশাল জনসমুদ্রে
প্রিয় মানুষগুলো
কখন হারিয়ে যায়-- তার টেরও পাওয়া যায় না।


পথের সৌন্দর্য্যে বিমোহিত হয়ে
মানুষগুলোর প্রতি নজর রাখতে ভুলে যাওয়া মানুষটা,
হঠাৎ যখন হোঁচট খায়
পিছন ফিরে দেখে তার প্রিয় মানুষটা আর নেই।


কিছুটা পিছিয়ে গিয়ে খুঁজলেও তাকে তখন আর খুঁজে পায় না।
হয়তো সে ভুল পথ নির্বাচন করেছে
অথবা হয়তো সে তাকে ছেড়ে এগিয়ে এসেছে অনেক দূরে
তার সঙ্গীটি ক্লান্তিতে বহুবার তাকে পিছন থেকে ডেকেও সাড়া পায়নি।
পুরোটা বৈপরীত্যের নক্সায় অঙ্কিত চিত্রকল্প হওয়ার সম্ভাবনাও-- ক্ষীণ নয়।