স্বপ্ন ছিল পাখি হবো
উড়বো সারা আকাশ জুড়ে,
ডাকবো প্রভাত হতে না হতেই
ঘুম ভাঙ্গানো মিষ্টি সুরে।


স্বপ্ন ছিল জাহাজ হবো
ভাসবো অথৈ সাগর জলে,
আনবো খুঁজে নতুন সে দেশ
রূপনগরী যাকে বলে।


স্বপ্ন ছিল সুযোগ পেলেই
মেঘের দলে যাবো মিশে,
মরুর বুকে বৃষ্টি হবো
পড়বো ঝড়ে অহর্নিশে।


স্বপ্ন ছিল ঝর্না হবো
ভুবন ভোলা গানের সুরে,
সকল বাঁধা পেরিয়ে যাবো
বইবো পাষাণ হৃদয় ফুঁড়ে।


স্বপ্ন ছিল কুসুম হবো
মেলবো নয়ন প্রথম রোদে,
কোমল হৃদয় উঠবে ভরে
সবার প্রতি প্রেমের বোধে।


হঠাৎ সে সব স্বপ্নগুলো
হারিয়ে গেল পথের বাঁকে,
বললো সবাই দৌড়ে চলো
ধ্যান দিও না ওসব ডাকে।


সবার মতই নিয়ম মাফিক
বন্দী হলাম কারাবাসে
স্বাধীনতার স্বপ্ন ভুলে
আটকে গেলাম সিলেবাসে।