দুঃখ সুখের খেলা ঘরে
মানুষ মোরা সকলেই সমান,
বিপদের দিনে উপকার করলে
একদিন হবে তুমি মানব মহান।


সুখের দিনে সবাই থাকে
দুঃখের দিনে কাছের মানুষও পর,
মনের মত বন্ধু পেলে
বাঁধবে তুমি সফল সুখের ঘর।


উপকারী উপকারের
বর্তমান জীবনে পায়না কোন দাম,
মুখোশ ঢাকা বন্ধুত্বই
পায় দিন-রাত্রি সবার কাছে সম্মান।


তবুও তুমি অপকার
করতে কারোর কখনো হয়োনা উদ্যত,
ভাঙা গড়ার নিত্য খেলায়
অন্যের ক্ষতি থেকে সর্বদা থাকো বিরত।


বিচারটা তুমি ঠিকই পাবে
সারাজীবন যদি থাকতে পারো সৎ,
একদিন মানুষ চিনে নেবে
গর্বভরে বলবে ঠিকই তোমায় মহৎ।


নাইবা পেলে অর্থ অনেক
ঐশ্বর্য নাহয় পেলে না ভুরি ভুরি,
সততার আদর্শটুকু
কভু যাবে না তোমার চুরি।


মানব জনম ধন্য হবে
সাজবে হাজার আলোকমালায়,
মানুষের মনে উপকারটাই থেকে যাবে,
বাকি সবই তো শেষ হবে চিতায়।