গভীর রাতের শ্বাপদেরা
আঁধারে ধায়,
আঘাত পেয়ে জীবন
মায়ার বাঁধন কাটায়।


রঙিন স্বপ্নের  রঙমশাল
ফুলকি ছড়ায় বাতাসে,
স্বপ্নের অশ্বমেধের ঘোড়া
ছুটে দুরন্ত বেগে।


উচ্ছিষ্টভোগী কুকুরের দল
লেজ নাড়ে চারপাশে,
যা পায় তাই খায়
লজ্জা শরমহীন  চোখে।


সাগরের নীল নীলিমায়
আশা ডুব সাঁতার কাটে,
নিরাকার মেঘেরা মেঘ হয়ে
আকাশ সাগরে ডুবে।


তৃপ্তির ঢেকুর তুলে
জীবনটা মাতালের মতো নড়ে,
ছেঁড়া খাতার  সাদা পাতায়
সুখ স্বপ্নরা  নীরবে ঝরে পড়ে।


আসে না তারা, রাতের চন্দ্রমা
ঢাকা পড়ে আকাশের কালিমায়,
ভাঙ্গা  মনের ভালোবাসা
উড়ে  অচিন দেশে কোন মায়ায়!


হারিয়ে মেঘেদের দেশে
পাল্টাই মনের সিম কার্ড,
নামগুলো উঁকি দেয় একা
ঘটে মনের মোবাইলে বিভ্রাট।