প্রেম আসে, কথা কয়
চলে যায় নীরবে।
ক্লান্ত হৃদয়,  অবাক চোখ
নেই  আজ খবরে।
সেদিন  দখিনা হাওয়ায়
রামধনুর সাত রঙে আঁকা ছবি
আকাশপথ ছুঁয়ে
চুমে নীল দিগন্তে।
মেঘ মাল্লারা হাত বাড়িয়ে
স্বাগত জানিয়ে
ঢেকে দিয়েছিল কপোল।
বকের দল ঘাড় ঘুরিয়ে
বাঁকা চোখে তাকিয়ে  
ঠিকানা লিখে
বলে--
আবার এসো একদিন,
দেখা হবে
নদী ধারে পড়ন্ত বিকেলে
লাল গোধূলির
মায়া ভরা সন্ধ্যায় ।
চপল চাউনির মাদকতায়
উদগত হৃদ স্পন্দনে;
স্তব্ধ লাব- ডাবের অনুরণন,
স্নিগ্ধ স্পর্শে প্রাণে জোয়ার,
বেঁচে আছি আমি
মরে যাওয়া এই পৃথিবীতে।