ধুমকেতুর মতো এলে তুমি
ধুমকেতুর মতো গেলে চলে,
কি অপরাধ ছিলো যে আমার
গেলে না তুমি কিছু বলে।


তোমার লাগি পথ পানে চেয়ে
আজও বাতায়নে  আছি বসে,
দীর্ঘ শ্বাস ফেলি একা একা
আড়ালে বিধি মুচকি হাসে!


ভালোবাসা পাওয়ার লাগি
বেসেছিলাম তোমাকে ভালো,
আজও ঝরে অশ্রু বারি ধারা
হৃদয়াকাশ হয় যে কালো।


মেঘ ডাকেনা, পাতা নড়েনা
সন্ধ্যা প্রদীপ জ্বলে না ঘরে,
উৎকন্ঠায় দিবানিশি মরি
ভাসি বেদনার বালুচরে।


আসবে কবে হৃদয় মাঝারে
শুনবো কবে 'লাব ডাব' শব্দ,
এসো তুমি থেকোনা আর দূরে
জানিনা কবে হবো চির স্তব্ধ।