ছিলো একটি বেড়াল ছানা
যদিও তা দু আনায় কেনা,  
দেন তা পাশের বাড়ির নানা
এখনো মেটাইনি সেই দেনা।  


করতে পারিনি দেনা শোধ
হয়ে গেছেন কবেই ভূত,
রাতের বেলা দেখান ক্রোধ  
ব্যাপারটা না ভীষণ অদ্ভুত!


তেনার যে লম্বা ঠ্যাং
নাচেন তিনি ডাডাং ডাং,  
ন্যাকা সুরে ধরেন ব্যাঙ
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ।


খেয়ে ব্যাঙ তুলেন হাই
বট গাছটায় ঘুমানো চাই,
পেট টা করছে আইঢাই
ভাবেন কোথায় ওষুধ পাই।


দোকানপাট বন্ধ ভাই
ওষুধ যে তেনার চাই,
বলেন চল হাসপাতাল যাই
ডাক্তার ব্যাটার ঘাড় মটকাই।


ডাক্তার ব্যাটা ভয়ে মরে
প্রাণ ভিক্ষা চায় করজোড়ে,  
বলেন তিনি কাঁদিস নারে
ওষুধ দে দেবো ছেড়ে।  


খেয়ে ওষুধ ফেরে হুস
মকুব ডাক্তারের সব দোষ,
ডাক্তার রোগী বেজায় খুশ
ফিরে পান তিনি জোশ।


হারিয়ে যান তিনি বাতাসে
হাউই যেমন মিলায় আকাশে ,
ভয়ে ছিলো মুখ ফ্যাকাসে  
সবাই এখন ভাসে উল্লাসে ।