ঘুম আসে না দু চোখেতে
বেড়িয়ে পড়ি সেই প্রাতে,
কেউ হয়না তো সঙ্গী সাথী
আর কেউ থাকেনা সাথে।  


বয়স বাড়লে এমনই হয়
যায় সরে সব দূরে দূরে,    
ভাবে, কি হবে সঙ্গ দিয়ে
যারা ব্যাকডেটেড, নড়বড়ে।  


কাটিয়ে জীবন অনেকটা
হয়েছে আজকে এমন হাল,
জানেনা কেউ কি বারুদ ছিলো
আর ছিলো তাতে কি ঝাল!

জীবন একটাই মানুষের
জানে, যেতেই হবে চলে,
দিয়ে যেতে চায় লব্ধ জ্ঞান
চায় দিতে তা সবারে ঢেলে।    


শোনার লোক কেউ নেই  
গুগল হয়েছে সবার সাথী,
কে শুনবে বুড়োবুড়ীর জ্ঞান?
দুদিন বাদে জ্বালাবে লালবাতি!  


হেলাফেলা প্রাপ্য যাদের
আর কিছু নেই চাওয়া পাওয়া,
থাকতে হবে পথ পানে চেয়ে
সবকিছু ভুলে নাওয়া খাওয়া।