কি চেয়েছিলাম আর কি পেলাম------
প্রলেপ দেওয়া লাল পেয়ালা টা,কখন গেলো যে উলটে
চিরা রুহিতন হরতনের পাশা,
কখন গেলো যে পালটে।


আজ সর্বত্র প্রিয় রঙ্গে রাঙানো
পলেস্তারের রঙ, হয়ে গেছে ফ্যাকাসে,
ইচ্ছে ডানায় ভর করে তাই-----
ইচ্ছে মতো ঘুড়ে বেড়াই আকাশে।


পরোয়া করি না কারোর
মাথা বিক্রি করিনি কভু কারোর কাছে,
শৃঙ্খলা না থাকলে
জবাব চাইবার অধিকারও আছে।


রাতদিন নানা ভাষণে------
দিয়ে যায় নানা মিথ্যা প্রতিশ্রুতি,
সঠিক সময়ে আসে আবার ফিরে
দূর হয় না মোদের দুর্গতি।


আকন্ঠ বিষ পান করে
তাই হয়ে উঠি নীলকন্ঠ
শেষ বেলা টানে,বিধির নিয়মে
নেমে আসে মৃত্যু দন্ড।


বিশ্ব সংসারের এই রীতি--
ভুলে যায় কেমনে,
মৃত্যুহীন নয় এ জীবন
বিশ্ব পিতার এই নব আবাসনে।