মাথার উপর ঘুড়ছে ফ্যানটা ভন ভন শব্দ করে,
এই শীতেও ঘামছি আমি মাথাটা কাজ করছে নারে।
সারাটা দিন গেলো কেটে বুকটা ধড় পড় করে,
কি যে হলো মনে আমার পারছিনা বলতে ওরে।
সকাল থেকে চলছে যে কাজ থামার কোনো লক্ষণ নাই,
চলার নামই যে জীবন বুঝতে পারলাম শেষে ভাই।
জীবনটা থেমে গেলো যার গেলো সে বুঝে
সারা ধরণী খুঁজবে মা তার কান্নায় আসে মুখ বুজে।
সাময়িক উত্তেজনার বিষফল করতে পারে যে কত ক্ষতি!
আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো হতে হবে কোমল মতি।
এই যুদ্ধ নয় যে আসল যুদ্ধ জীবনে আছে বড় লড়াই
সেই লড়াইয়ে জয়ী হলেই করতে পারবে তখন বড়াই।
হবে তোমরাও বাবা মা হবে তোমাদের সংসার
বুঝতে সেদিন পারবে তোমরা থাকবেনা এই অহংকার।
এইটু খানি ভাবলে সবাই পারবেনা ছোট্ট বিষয়ে লড়তে
থাকবে না আর হানাহানি পারবে দেশ সমাজ গড়তে।
ভাবো তোমরা নিজের মনে শুভ ভাবনা হোক বিকশিত
শেষ বয়সে ভাববে এসব যখন হবে তোমরা ভীষণ লজ্জিত।
কর প্রতিজ্ঞা সবাই মিলে রাখো বুকেতে হাত,
দেশের জন্য দেবো প্রাণ ঘটবে না এমন কভু দৈবাৎ।