ছোট্ট শিশু সবাই ওরা,দেখো
কি অমলিন ওদের মুখের হাসি,
ওদের হাসিতে মুক্তো ঝরে
আনন্দতে যাই যে সবাই ভাসি।


দুঃখ বেদন যাই যে সব ভুলে
দেখে ওদের  খিল খিল হাসি,
চেয়ে দেখো ওরা কত নিষ্পাপ
মুখে ওদের খুশি রাশি রাশি।


ওদের খুশিতে উথলে উঠে মন
জাগে আশা বাসনা ঘর বাঁধার,
ওদের আগমন পৃথিবী 'পরে তাই
উঠে হর্ষধ্বনি দূর করে আঁধার।


বুকের ব্যথা যায় যে দূরে সরে
ওদের হাসি খুশি মুখ দেখে,
ক্ষুধার কথা ভুলে থাকি সারাক্ষণ
জীবন হয় রঙিন হাসির রঙ মেখে।


সেই হাসি হাসতে চাই যে সদা
পাইনা তো মনের মাঝে খুঁজে,
হাজার চিন্তা ভাবনা করে ভীড়
পারিনা হাসতে; কাঁদি মুখ বুজে।


দাও ফিরিয়ে সেই সব দিন
খিল খিল করা সেই হাসি,
আসবে না ফিরে সেই দিন
ভেবে চোখের জলে ভাসি।