ছোট খুকু বায়না ধরে
কিনবে সে যে গয়না,
কার জন্য তুই কিনবি খুকি?
বলে, আছে আমার ময়না।


ময়না যে তোর বড্ড ছোট
পারেনা কথা কইতে,
ওর গলাতে দিলে মালা
পারবেনা আর সইতে!


গয়নার ওজন বড্ড ভারী
তার যে অনেক অনেক দাম,
এ সময়ে নেইকো টাকাকড়ি
নেই তো কোন কাজ কাম।


তোমার দেখছি নেইকো টাকা
কত লোকের কাড়ি কাড়ি,
ভাত কাপড়ের নেই অভাব
রঙিন জলে ডুবায় দাড়ি।


না থাকলেও টাকা কড়ি
দিতে হবে কিনে গয়না,
অল্প দামে যায় গো কেনা
জিনিস, মেড ইন চায়না।


হাল্কা ওজন দামও কম
দেখতে সুন্দর ভারী,
ঐ গয়না পরলে গলায়
লাগে বেশ দেখনদারি!


চায়নার গয়না ঠুনকো বড়ো
টেকে না খুব বেশীদিন,
তারপরও কিনবি কি খুকি?
বলনা ভেবে দু'চার দিন।


ভাবার মতো নেইকো সময়
গয়না আমার চাই-ই- চাই,
না দিলে হবে হবেই আড়ি
পারবেনা বলতে ভাব জমাই।  


শেষ মেশ পেয়ে গয়না
খুকু আমার বেজায় খুশি,
ওর খুশিতে আমরা খুশি
চাইনা এর চেয়ে একটু বেশী।