ছোট খুকির বিড়াল ছানা
খায়নি তো সকাল থেকে দুধ,    
তাইতো মন তার ভীষণ খারাপ
মনের মাঝে বেশ বড়ো দুখ।


ডাকছেনা সে আগের মতো
শুয়ে আছে নিস্তেজ নিশ্চুপ,  
হলো কি তার কোন অসুখ
কেন তার বিরস বদন রূপ?


নিত্য মিনি করে খেলা
ঘুরে ঘুরে ঘরে ঘরে,
যায়না কখনো কোথাও    
সবারই ও বড়ো আদুরে।


শুবে না কখনো একা
শুবে সাথে বিছানার 'পরে,
করবে না ও প্রস্রাব পটি
পেলেই ছুটবে ঘরের বাইরে।


সেই আজ খাচ্ছে না কিছুটি  
তাই মন খারাপ খাওয়া বন্ধ,  
মিনির মা তার একা বসে    
নেই সাড়া নীরব নিস্তব্ধ  ।


পরিশেষে বসলো বৈঠক  
চললো শলা সবাই মিলে,
শেষ কালে সব একমত হয়ে
নিয়ে গেলো হাসপাতালে।  


হাসপাতালে ডাক্তার বাবু  
মিনিকে দেখলেন সযতনে,
তেমন তো কিছু হয়নি ওর
বললেন দেখে হাস্য বদনে ।


ভয় পেয়েছে কোন কারণে
তাই তো ও আছে কুঁকড়ে,
বাড়ি গিয়ে খুঁজুন কারণ  
আছে তা ঘরের ভেতরে।


খুঁজে শেষে পাওয়া গেলো
মস্ত এক সাপ ঘরের ভেতরে,  
বহু কষ্টে বস্তায় ভরে  
পাঠানো হলো বন দপ্তরে।


সাপ দেখেই ছুটে আসে  
ডাকে মিনি মিঁউ মিঁউ,
বুঝলো সকলে কারণটা
খাচ্ছিলো না মিনি কিউ?    


যেই না সাপ নিলো বিদায়
মিনি আবার ছুটছে খেলছে,
ডাক্তারকে জানাই সাধুবাদ
রোগটা ঠিকঠাক ধরেছে।