ছোট ছেলেগুলো কত খুশি!
কত ওদের আনন্দ!
হাসছে সব মনের খুশিতে
দেখছি প্রাণে ছন্দ।


মিলেছে সব একসাথে আজ
দিচ্ছেনা কেউ বাধা,
খেলছে ওরা ঘুরছে ওরা
যেথা খুশি সেথা।


পড়ার কথা বলছে না কেউ
পরীক্ষা সবার শেষ,
মনের আনন্দে ঘুরছে ওরা
লাগছে ওদের বেশ!


এমন সু্যোগ পায়না ওরা
সবাই থাকে একা,
মামা বাড়িতে এসেছে সব
খেলছে এক্কাদোক্কা।


চার দেওয়ালের বদ্ধ ঘরে
দেখে শুধু বাবা মা,
দেখতে পায়না খোলা আকাশ
সবুজ বন নীলিমা।


হাজার ভাবনা ঘিরে মোদের
টেনশনে টেনশনে মরি,
ব্লাড সুগার করে উঠা নামা
কি ভাবি আর কি করি!


কেমন যুগ এলো হে প্রভু!
কারো মনে শান্তি নাই,
ফিরিয়ে দাও 'ওদের খুশি'
করজোড়ে মিনতি তাই।