ছোট্টু বিট্টু আমরা দু'ভাই
এসে মামার বাড়ি,
দেখি বাড়িতে নারকেল গাছ
খাই নারকেল মুড়ি।


বাড়ির পাশে বড়ো পুকুর
ভারি মজা দুয়ের,
ছিপ ফেলি মাছ ধরি
ডাক পড়েনা মায়ের।


পড়াশুনোয় নেইকো তাড়া
সারাদিনটা খেলি,
যে কয়টা দিন পেয়েছি সুযোগ
উশুল করে ফেলি ।


নেইকো হেথায় বকাঝকা
খোশমেজাজে আছি,
যখন যা চাই পাচ্ছিতো তাই  
করিনা কারসাজি।  


এমন দিন আসেনা বার বার
বছরে দুই বার ছুটি,
শর্ত একটাই পাবো সুযোগ
না রাখলে পড়া শোনায় ত্রুটি।  


বছর ভর গুডবয় থাকি  
মায়ের কথা শুনি,
মামার বাড়ি প্রাণের সমান
বসে বসে 'ছুটি' গুনি।