সেদিন সে তো আসেনি কথাতো রাখেনি
বাসেনি ভালো দেখেনি পূর্ণিমা-চাঁদ,
ফাল্গুনি রাত শেষে নব বসন্তে
চোখে চোখ রেখে ধরেনি ঐ দুটি হাত।


জানিনা আসবে কিনা সে আজ আবার
দুর্নিবার ভালোবাসাকে নিয়ে সাথ,
শপথের ঐ পাতা ঝরা কদম তলে
কাটাতে জীবনের শেষ মায়াবী রাত।


অহর্নিশি ডেকে পাইনা তার সাড়া
সময়ে দেয়না ধরা নাড়ে আঁখিপাতা,
আসে অমাবস্যা রাতে গভীর আঁধারে
একা একা আনমনে বলে কত কথা!


আগুনের শিখার তীব্রতা ক্রমে বাড়ে
ফিরবে না জেনেও মন তা নেয় মানি,
হৃদের শূন্যতা  হাহাকার হয়ে বাজে
শেষ পারের কড়িতে চলে টানাটানি।