কবর থেকে যেই তুলে নিলে
মুঠোখানি তাজা ধুলো,
সাথে সাথেতেই ভালোবাসা
প্রাণটা যেন খুঁজে পেলো।


যেই শব্দগুলো জুড়ে জুড়ে
লিখলে তুমি সেথায় তোমারি নাম,
ভালোবাসি কথাখানি যেন
খুঁজে পেলো তার প্রাপ্য দাম।


অনেক স্বপন আশা বুকে ভরে
বেসেছিনু তোমায় কতযে ভালো,
কথা দিয়ে রাখলে নাতো তুমি
জীবন আঁধারে হলো কালো।  


বুকটা শুধু শুধু গেলো জ্বলে
বুঝলে নাতো তুমি মনো ব্যথা,
অনেক কথাই ছিলো বুকে
বয়ে নিয়ে তা গেলাম সেথা।


মুঠো ভরা মাটি হাতে সেদিন
গেলে সেথা তুমি একা শেষে,
এ বুক হতে ঝরা ব্যথা বারির
পেলেনা নাগাল পেলেনা দিশে।