হিসেব নিকেশ সেরে তিন দিন পরে
এলাম তোমার বাড়ি;
বারানদায় দাঁড়িয়ে তুমি, গায়ে ছিল
লাল পাড় সাদা শাড়ি।
উদাস নয়নে দূর আকাশের পানে
তাকিয়েছিলে  তুমি,
উথালপাতাল হৃদে কাটাচ্ছিলে একা
মধুর সেই যামিনী।
স্বপ্ন চোখে ভাসছিলে মনে আঁকছিলে
নুতন আশার ছবি,
সেই হাতের ছোঁয়ায় আঁধার সরিয়ে
আনলে সোনার রবি।
নানা রঙে সাজিয়ে মন নতুন স্বপ্ন
নিয়ে এলে ধরা তলে,
তোমার স্বপ্নে ফাগুন এলো রঙ ছড়িয়ে
যেও না যেন চলে।
রাত জাগি উদাসী মনকে বাঁধি থাকেনা
মোর পর্ণ কুটিরে,
কেমন  করে  আসবে তুমি মিলতে হেথা
আমার স্বপ্ন নীড়ে?