পাতাগুলো হলো হলুদ
রইলে পড়ে পিছে,
সন্ধ্যাবেলা প্রদীপ জ্বেলে
ডাকছো আজি মিছে।


ছিল তোমার যখন সময়
থাকতে দূরে সরে,
এখন তুমি ডাকছো আমায়
আসি যেন ফিরে।


কবেই আমি গেছি চলে
ভবের মায়া ছেড়ে,
তারপরও ডাকছো কেন আজ
বিষ সম সংসারে।


ডাকার মতো ডাকতে যদি
আসতাম ফিরে আগে,
নেই তো এখন কোনো সুযোগ
হৃদ ভরাবে সোহাগে।


ছিলো যখন অঢেল সময়
ভাবোনি একটি বার,
হারায় মোরে খুঁজছ এখন
আসবো কেমনে আবার?


জীবন প্রবাহ চলতে থাকে
থামে না কভু আর,
আসবো আবার তোমার ডাকে
ডাকো ফির একবার।